যদি আক্ষেপ করে বলি
এ রাত দীর্ঘ হও....
পাখিরা কিচির মিচির করুক
বা শান্ত হয়ে যাক,
শ্যামলীরা ঘুমিয়ে যাক
পাতার পাবন দিয়ে....
নদী বয়ে যাক নীরবে
বা গঙ্গানী দিয়ে;
তালপাতার শব্দে
ভাঙ্গুক কারো ঘুম
বা কেউ হেটে যাক
শশ্মানের দিকে....!
দূরে ভাসুক কান্নার রোল
বা বেদনার সুর;
মৃত্যুকে ঝাপটে ধরে
কেউ বাচুক
বা বেচে থাক জীবন,
জীবনের জন্য.......
আমি শুধু চাই এ রাত দীর্ঘ হোক
ছায়া পড়ুক জ্যোছনার!