তুমি এলে বলে
দুয়ার দিলাম খুলে
আবেশী বাতাস এসে
দোলা দেয় মৌনতায়;
পাতা ঝরা ক্ষণে
ভীষণ আনমনে
ডুবে থাকি পলকজুঁই,
হিমঝুরি, মহুয়ায়।


তুমি এলে বলে
ভ্রমর ছুঁয়েছে ফুলে
উদাসী দুপুর জুড়ে
রৌদ্রের হাসাহাসি;
সবুজে অরণ্যে
শ্যামল বনে
ফুটেছে কৃষ্ণচূড়া,
চাঁপা রাশি রাশি।


তুমি এলে বলে
খোপা গিয়েছে খুলে
উদাম হাওয়া ঢেউ দিয়েছে
কিশোরীর চুলে
মন কাননে, খুব যতনে;
রঙ্গে রাঙ্গালো পলাশ,
শিমুল, দেবকাঞ্চনে।


১৩.০২.২০২২
জল্লারপাড় পার্ক, সিলেট।