ভাষার জন্য রফিক,শফিক দিয়েছে অনেকই প্রাণ,
তারাই তো রেখেছে মোদের বাংলা ভাষার মান।
ভাষা শহীদের কথা মনে হলে অন্তর আত্না উঠে কেঁদে,
আজীবন থাকবে তারা সবার মনে প্রাণে গেঁথে।


জানা অজানা কত নদী বয়ে চলে তার আপন গতিতে,
আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি জন্মেরে শুরুতে।
বিশ্ব জুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করছে বাংলা ভাষা,
এই ভাষায় বলবে সবাই কথা,মনে বড় অনেক আশা।


স্বপ্ন নিয়ে বাঁচি আমরা,স্বপ্ন নিয়ে আজও আছি
বাংলা ভাষাকে তাই তো মনে প্রাণে ভালোবাসি।
লাল সবুজের দেশ,স্বাধীন সোনার বাংলাদেশ
ভাষার জন্য জীবন দিয়ে হয়ে গেছে তারা শেষ।


যে ভাষায় মাখি আমরা বাংলা মাটির ধূলি কণা,
যে ভাষা ডাকি জননী,সেই ভাষা আমার সোনা।
যে ভাষায় শহীদের স্মরণে রয়েছে শহীদ মিনার,
ভালোবেসে ২১শে ফেব্রুয়ারীতে পুষ্পের সমাহার।


বাংলা ভাষা সবার করতে হবে বেশী বেশী ব্যবহার,
তাহলেই ফিরে আসবে বাংলা ভাষার মাধুর্য্ আবার।
ভাষার জন্য আত্নদানের এমন দৃষ্টিান্ত পৃথিবীতে নেই,
ভাষার উপর আনলে আঘাত,ছাড় পাবে না কেউ।