রিম ঝিম মধুর ধ্বনি অঝোরে ঝরছে বৃষ্টি,
সবার হৃদয়ে খুশির আবেশ করবে ফসল সৃষ্টি।
বর্ষার শুরুতে হয় যদি মশুল ধারে বৃষ্টি,
সবার আগে ফসলের উপর পরে মোদের দৃষ্টি।


বর্ষায় নদী-নালা খাল বিল কানায় কানায় ভরা,
বিলে ঝিলে কলমিলতা আর শাপলা ফুলে ভরা।
ভরা নদীর উর্বর পলি মাটি ভূমি কে করে উর্বর,
বীজ রোপণ করে কৃষকেরা,ফলায় সোনার ফসল।


বর্ষাকালে ফলে পাট,কৃষকের ঘরে আসে,
কৃষকেরা মনের খুশিতে প্রাণ খুলে হাসে।
বর্ষাকালে দেখতে পায় হরেক রকমের ফল,
তাই দেখে ভরে মন,জিবে আসে জল।


বর্ষায় প্রাণোচ্ছল কিশোরীকে আনে ঘরের বাইরে,
বৃষ্টি ভেজা নূপুরের নিক্কন আরো মধুর সুরে বাজে।
বর্ষায় বেশী বেশী মনে পড়ে প্রিয় জনের কথা,  
বৃষ্টিতে ভিজে বলবো আছে যত মনের ব্যথা।


নকশী কাঁথা সেলাই করতে রমনীরা ভালোবাসে,
তাই দেখে বাংলার মানুষ মনের আনন্দে ভাসে।
ঝুম ঝুম ‍বৃষ্টির নৃত্যে মুখরিত হয় গ্রাম বাংলা,
বর্ষা প্রেমিক মানুষ গুলোর মন হয়ে যায় উতলা।


বর্ষাকালে রাস্তা ঘাটের হয়ে যায় কি যে বেহালদশা,
পথ চলতে গিয়ে পড়ে গেলে লোকে করে তামাশা।
বছর ঘুরে পালাক্রমে আসে নতুন রুপে বর্ষা,
আমাদের জীবনে নিয়ে আসে কত স্বপ্ন আশা