পড়াশোনা ভারী মজা,
বলেছে আমার পূজা।
বই পড়ে জানা যায়,
অজানা সকল কথা।


শিক্ষাপদ্ধতি এখন উলটো,
বলেছে ঐ পাড়ার পুলটো।
বাবুসোনা মন দাও পড়ায়,
স্মৃতি হয়ে থাকবে ধরায়।


বই পড়লে হবে জ্ঞান অর্জন,
সকল অপকর্ম করো বর্জন।
পড়াশোনায় দাও সবে মন,
তোমরা পাবে সুখের জীবন।


# আমার লেখা ছড়া-কবিতাটি ছোট্ট
খোকা খুকিদের জন্য উৎসর্গ করিলাম। #