আমাদের দেশে আছে ছয়টি সুন্দর ঋতু,
কালের পরিবর্তনে আসে ঘুরে নতুন ঋতু।
দুই মাস পর পর পরিবর্তন হয় রুপরেখা,
তারই জন্য পায় সুখ আর শান্তির দেখা।


কৃষক কাটে সোনার ফসল,গ্রীষ্মের এই মাসে,
বৃষ্টি ভেজা রাখাল ছেলে দৌঁড়ে নীড়ে আসে।
আষাঢ় আর শ্রাবণে রিম ঝিম ‍বৃষ্টি পড়ে,
তাই দেখে প্রিয় জনের কথা বেশী মনে পড়ে।


ভাদ্র মাসে তালের পিঠা,বাতাসে ভরা সু-ঘ্রাণ
পিঠার ঘ্রাণে আকুল করে মোদের প্রাণ।
আশ্বিনে আসে শীতের বার্তা শিশির ভেজা ঘাসে,
সোনা ভরা ঊষা রোদে সারা মাঠ হাসে।


কার্তিক ও অগ্রহায়ণ হলো হেমন্তকাল,
ছয় ঋতুর নাম রাখবো মনে অনন্তকাল।
পৌষ আর মাঘে কাঁদে বনের বাঘ,
তাই দেখে আমরা হয়ে যায় হতবাক।


ফাল্গুুন ও চৈত্র হলো-রে ভাই বসন্তকাল,
কোকিলের কুহুতানে ভরে যায় সারা জাহান।
হে ভাই ছয় ঋতুর নাম রাখ তোমরা মনে,
আনন্দের রং লাগবে তোমাদের প্রাণে।