নীল আকাশে কি সুন্দর ঈদের চাঁদ উঠেছে,
সবার মনে ঈদ আনন্দের জোয়ার বইছে।
চাঁদ দেখার জন্য ছেলে-বুড়ো করছে ভিড়,
আত্মীয়-স্বজন এসে ভরে যাবে মোদের নীড়।


ঈদের আনন্দে পরিবার-পরিজনের টানে,
ছুটছে সবাই শহর হতে বাড়ির পানে।
সবাই মিলে করবে হাসি আর আনন্দ,
কারো মনে থাকবে না দ্বিধা আর দ্বন্দ্ব।


স্বার্থটা কে আজ চলো পায়ে পিশে ফেলি,
ঈদের খুশি যার ঘরে নাই তাকে বুকে তুলি।
পাঞ্জাবি পড়িয়া যাবো আমরা পবিত্র ঈদ গাঁয়ে,
নামাজ শেষে সালাম করব মুরুব্বিদের পায়ে।


সালাত শেষে সকলের মনটা থাকে আবেগী,
দুস্থ দুঃখী সবাইকে দেয় সাধ্য মতো সালামী।
ধনী গরীব থাকবে না আর কোনো ভেদাভেদ,
ঈদের আনন্দে আমরা সবাই হয়ে যাব এক।


কতটুকু আমল আমাদের কবুল হয়েছে,
হিসাব কষার আগেই ঈদের চাঁদ উঠেছে।
ঈদের ঐ চাঁদ যেন বার বার আসে ফিরে,
আদর-ভালোবাসা দিয়ে রাখবো তারে নীড়ে।