রোজা যায় রোজা আসে,বদলে না তো মানুষ
মরতে হবে সবার,ফিরবে কবে মানবের হুঁশ?
ত্রিশ রোজার ত্রিশ ফযিলত সর্ব লোকের জানা,
পবিত্র রোজা রাখতে নেই কারো জন্য মানা।


রোজা রাখ নামাজ পড়,কর আল্লাহর গুণগান
তোমরাই পাবে পরকালে অনেক সম্মান।
রোজা মুসলমানদের জন্য করেছে ফরজ,
কেন আমরা রোজার প্রতি করি না গরজ?


তুমিই তো সবার প্রভু,তুমিই মোদের সব
সারা জাহান সৃষ্টি করে হয়ে আছ রব।
আঁধারে আলোতে করেছি মোরা কত পাপ,
নামাজ পড়ে তোমার কাছে চাইবো মাফ।


মানুষ সৃষ্টির শুরু রু থেকেই রোজা চলে আসছে,
রমজানে রোজা রেখে সবাই আনন্দে ভাসছে।
শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা,
মিথ্যা কথা বলবো না আর,কমবে পাপের বোঝা।