১৫ই আগস্ট বাঙালি জাতির জীবনে
নেমে এসেছিল এক অন্ধকারের ছায়া,
বঙ্গবন্ধু শেখ মুজিবরের নিজ বাড়িতে
নির্মম এই হত‍্যাকান্ড দেখে হয় মায়া।


আগস্টে আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল,
মুজিব পরিবারের এক করুণ আর্তনাদ,
ঘৃনিত ও নির্মম এই ঘটনার জন্য মোরা
বজ্র কন্ঠে জানায় হত‍্যার প্রতিবাদ তারা।


মনে প্রাণে তোমাকে আজও করে স্মরণ
শোক দিবসে মোরা ফুল দিয়ে করি বরণ,
তুমি তো বাঙ্গালীদের হৃদয়ে হয়ে আছো অমর
মহান এই নেতার হয় না যেন কখনো মরণ।


আজও ভুলিনি তোমায়,ভুলবো না কোন দিন
নিজের জীবন দেশের জন্য করেছো উৎসর্গ,
আমরা বুঝি সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবের মর্ম
হে মহান নেতা,তুমি তো বাঙ্গালী জাতির গর্ব।