কবর হবে মোদের পর কালের ঠিকানা,
সেখানে থাকবে না কোন মানবের আনাগোনা।
জন্ম নিলে মরিতে হবে সকলের আছে জানা,
তবুও কেন সঞ্চয় করি না পরকালের ছামানা?


দাদা গেল,বাবা গেল,গেল আরো কত স্বজন
তাদের তো আর দেখিনা হাসি মাখা বদন।
কবরে শোয়ে আছে সারি সারি মানবের লাশ,
তাই দেখে সবাই করে দু:খ প্রকাশ।


দুনিয়া নিয়ে কিসের এত অংকার-রে ভাই,
চলো আমরা পরকালের জন্য ছামানা গুছাই।
যদি হাশরের দিনে হয় নেকির পাল্লা ভারী,
বেহেশত নেওয়ার জন্য করবে তাড়াতাড়ি।


দাঙ্গা হাঙ্গামা ছেড়ে দাও হে মুসলিম ভাই,
কবরের কথা বেশী বেশী করে মনে করো সদায়।
কবরে সবাই সওয়াল জওয়াবের মুখোমুখি হবে,
সঠিক জবাব দিতে পারলে তারা জান্নাত পাবে।


যদি আমরা করি দুনিয়াতে বেশী গুণাহ পাপ,
জাহান্নামের অনল হতে কেউ পাবো না মাফ।
আমরা শিরক,বেদআত মুক্ত আমল করবো,
জান্নাতে যাওয়ার জন্য শক্ত ঈমান গড়বো।
বর্জন করবো না আমরা কোন ওয়াক্ত সালাত,
তবেই যদি পায় কবরের আজাব হতে নাযাত।