ওগো আমার কবি,কতকাল দেখিনা তোমার ছবি
আসনা কেন বাড়ি?সারাক্ষণ তোমায় নিয়ে ভাবি।
ওগো আমার প্রিয়া কেন তুমি করো না বিয়া?
তোমার পথ চেয়ে আছি আমি আজও চাহিয়া।


আমার প্রাণের প্রিয়া তুমি যদি হও রাজি,
তোমার জন্য তারাতাড়ি ডাকবো আমি কাজী।
আমি তো রাজি,আসলেই তুমি একটা পাজি।
ডাকনা কেন কাজী?,এখনি আমি সাজি


আজ তুমি অতি সহজে হয়ে গেলে রাজি,
তাই তো আমি তাড়াতাড়ি ডাকছি কাজী
নতুন সাজে আজ তুমি বর সেজে থাকো,
আর প্রিয়তমার ছবি মনে মনে আঁক।


এই জগতে মানুষ বড়ই আজব প্রাণী,
স্বার্থের টানে রং বদলায় তারা সারাক্ষণি।
এই জগতে মানুষ চেনা বড়ই যে দায়,
স্বার্থের জন্য সবাই দেয় নিজ অন্তরে ঠাঁই।


দুজন মিলে বাঁধবো মোরা ছোট্ট সুখের বাসা,
অন্তরে লালন করেছিলাম অনেক স্বপ্ন আশা।
সুখের আশা হয় না যেন দুঃখের বালু চর,
দুজন মিলে সুখে-দুখে থাকবো জীবন ভর।