নর-নারীর ওপর রোজা করা হয়েছে ফরজ,
আমরা কেন করি না তার প্রতি কোনো গরজ?
রমজান হলো রহমত-বরকতের পবিত্র মাস,
ধ্যানে জ্ঞানে চলো সবাই হয়ে যায় আল্লাহর দাস।


মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে,
ইফতার করার সময় মোরা খেজুর খাবো সবে।
কোন রোজাদার ব্যক্তি কে করালে ইফতার,
সকল গুনাহ মাফ করবে আল্লাহ যে তার।


তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা করো,
ইফতারের পরে সকলে নামাজ পড়।
রোজা রাখ,নামাজ পড়ো কররে প্রভুর গুন গান,
মানব জাতি ও করবে তোমাদের অনেক সম্মান।


ইফতার খাওয়ানো হলো একটি মহান ইবাদত,
গরীব দুস্থদের খাওয়ায়ে করতে হবে খেদমত।
হে মানব,চলো আমরা করি সবাই দীপ্ত শপথ,  
রোজা রাখবো,নামাজ পড়বো যতই আসুক বিপদ।