করোনা মোদের করিল এ কেমন করুণ পরিণতি,
যাকে ধরে তার মরণ ছাড়া আছে কি কোন গতি?
কেন তুমি ছদ্মবেশে হয়েছ আগমন মানবের দেশে?
তারই ফল ভোগ করছে আজ কত দেশে।


করোনা চীনের উহানে হয়েছিল উৎপত্তি,
সেখান থেকে ছড়িয়ে ছিল সকল দেশ জুড়ি।
করোনার আগমনে কত মানুষ হয়েছে বেকার,
তারই মাশুল গুণছে আজ হাজারো পরিবার।


হে করোনা তুমি করেছ মোদের একি হাল,
শিক্ষাব্যবস্থা হয়ে পড়েছে আজ নাজেহাল।
লাখ লাখ শিক্ষার্থী আশায় বেঁধে ছিল বুক,
সব শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করেছে ঐ অসুখ।


লক্ষণ দিলে দেখা ডাক্তার দেখানো জরুরী,
নয়লে কিন্তু জীবনটা হারাবে অতি তারাতাড়ি।
জ্বর,গলা ব্যথা,ঠান্ডা,কাশি এ গুলো দিলে দেখা,
চোখে পড়ে না তখন আপন জনদের দেখা।


চলো করি আমরা সাবান ও মাস্ক ব্যবহার,
থাকবে না কোন প্রকার রোগ বিধি আর।
ভ্যাকসিন নিয়ে করছে কতই না তামাশা,
ভ্যাকসিন না নিলে জীবনটা হবে নিরাশা।


করোনার ঐ ভ্যাকসিন হয়েছে আবিষ্কার,
মানুষ কেন ভয়ে আছে জীবনটা হারাবার?
করোনা করোনা করে দেশটি গেল রসাতলে ,
করোনার কারণে সকল কর্ম যাচ্ছে বিফলে।


করোনা করেছ তুমি কত মায়ের কোল খালি,
তবুও তো তারা করেনি কোন অভিযোগ খানি।
করোনার কারণে লাখো মানুষের হয়েছে মরণ,
তবুও তারা করোনার কাছে করেনি পরাজয় বরণ।


করোনার কারণে বিশ্ববাসী হয়েছে বিপদ গামী,
তবুও আল্লা্হ মোদের দিয়েছে অশেষ রহমত খানি।  
করোনার অভিশাপ থেকে যদি মুক্তি পেতে চাও,
সব কিছু ছেড়ে আল্লাহর কাছে নত হয়ে যাও।