বছর ঘুরে আবার এলো পবিত্র কুরবানির ঈদ,
জবাইকৃত পশুর সাথে যাক না ধুয়ে সকল জিদ।
কুরবানি বিত্তবানদের দিতে নেই যে কোন মানা,
যা মূলত স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টির একমাত্র নজরানা।


প্রিয় বস্ত্তকে আল্লাহর সন্ত্তষ্টির জন্য উৎসর্গ করা,
নবীজি ইব্রাহীম(আ:)দিয়ে ছিল তার ডাকে সাড়া।
প্রিয় পুত্র ইসমাইল কে দিতে হয়েছিল কুরবানি,
তিনি হলেন নবীজির সন্তান আমরা সকলে জানি।


লোক দেখানো কুরবানি আল্লাহ করবে না কবুল,
হালাল টাকায় কিনতে হবে পশু,নয়লে করবে ভুল।
সে প্রকৃত মুমিন নয়,যে নিজের পেট পুরে খায়,
আর পাড়া প্রতিবেশী ক্ষুধার জ্বালায় করে হায় হায়।


আল্লাহ আমাদের উপর করেছে ওয়াজিব কুরবানি,
প্রতিটি পশমে একটি করে আছে নেকি সকলে জানি।
ঈদের দিনে দুস্থ দুখীদের কর তোমরা দাওয়াত,
পেট ভরে খেয়ে,পড়বে তারা কুরআনের আয়াত।