লোড শেডিংগে ভরে গেছে আজ সারা দেশ,
আমাদের দেশে সমস্যার নেই যে কোন শেষ।
গরমের তাপে শরীর থেকে ঝরছে ঘাম চুয়ে চুয়ে,
তার কারণে এক মুহূর্তেও থাকতে পারিনা শুয়ে।


বিদ্যুতের অভাবে হয় অনেক মূল্যবান সময় নষ্ট,
সন্তানদের পড়া লেখায় হয় অনেক বেশি কষ্ট।
গরমের কারণে দুচোখে নেই মোদের কোন ঘুম,
আজব দুনিয়াটা কেন লাগে ভাই এত নিঝুম?


লোডশেডিং এর কারণে দুর্ভোগান্তির শিকার হচ্ছে,
গ্রামীণ পরিবেশের মানুষেরা অনেকটাই স্বস্তি পাচ্ছে।
সারাদিনের কাজের শেষে মোরা হয়ে যায় ক্লান্তি,
পাখার বাতাসের পরশে একটু পেতে চাই শান্তি।


দেখতে দেখতে কখন যেন বিদ্যুৎ চলে এলো,
যাক বাবা,হৃদয়ে আবার প্রাণ ফিরে পেলো।
বাতাস ও আজ করছে যে রাগ,বহে না যে আর
মোদের দেশ এগিয়ে যাচ্ছে,বিদ্যুতের আরো দরকার।