এক যে আছে মহৎ মানুষ নাম যে তার হারুণ,
তার সাথে কথা বলতে ছিল না কারো বারণ।
জন্ম তাহার যশোর জেলায়,বাবার নাম মোল্লা
দিবানিশি নামাজ পড়তো আরো ডাকতো আল্লাহ।


একটু সুখের আশায় করছে অনেক ডিগ্রী অর্জন,
কর্মক্ষেত্রে এসে দেখে,দক্ষতার বড়ই প্রয়োজন।
ছাত্র ছিল যখন,ছিল সে অনেক ভালো
কর্মজীবনে এসে,দেখে সব কিছুই এলোমেলো।


বেকার জীবনে চাকুরী খুঁজে কষ্ট ভরা মনে,
বাড়ি ফিরে তাকিয়ে থাকে বাবার পানে।
অর্থ তার প্রয়োজন,খুঁজে সে অনেক কাজ
অবশেষে হারিয়ে ফেলে ভিতরে থাকা লাজ।


কষ্ট ভরা মন নিয়ে  কাজ করে সে গার্মেন্টসে,
তাহার কথা শোনে সবাই মুচকি মুচকি হাসে।
সাফল্যের প্রথম ধাপে তিনি হয়ে ছিলেন এজি এম,
সৎ পরিশ্রম ও কর্ম দক্ষতায় তিনি এখন জি এম।


টাকা পয়সা গাড়ি বাড়ি আছে মোটামুটি,
এখন শুধু মাঝে মাঝে সংসারে হয় খুনসুটি।
নামাজ পড়েন,রোজা রাখেন,করেন দান
আল্লাহ বাড়িয়ে দিবেন তার মান।


বাবার মত করে সে আমায় অনেক মায়া,
আরো দেয় বটবৃক্ষের মত ছায়া।
সত্য পথে যেন হয় তার পদচারণ,
মরার পরে করবে তাকে সবাই যে স্বরণ।