বাবা মার কাছে তোমরা অতি আদরের ধন,
তোমরাই তাদের সকল আশা করবে পূরণ।
তোমরা কেন পিতা মাতা কে ভাব না আপন?
তোমাদের সর্বদায় করে যে মনে প্রাণে স্মরণ।


জননী তোমাকে দশ মাস দশ দিন ধরেছে উদরে,
আবার ভালোবাসা দিয়ে রেখেছে বুকের উপরে।
কত আদর ভালোবাসা দিয়ে করেছে মানুষ,
তবুও কেন আজ তোমরা হয়েছ একি অমানুষ?


বাবা মা আদর করে তোমায় ডাকতো খোকা,
আজ তোমাদের আচরণে তারা হয়েছে বোকা।
প্রিয়তমা স্ত্রীর কথায় কেন ওঠো আর বসো?
মনের আনন্দে তুমি প্রাণ খুলে বড্ড হাসো।


বাবা মার হয়েছে বয়স বেশী,তাই তারা বৃদ্ধ
কারণে অকারণে হয়ে যাও তোমরা ক্ষুদ্ধ।
তোমরা বাবা মার খুঁজ খবর তুমি কি রাখো?
স্ত্রীর কথায় তোমরা বাবা মাকে বিষের মত দেখ।


বাবা মার শেষ ঠিকানা করিও না কখনো বৃদ্ধাশ্রমে,
স্মরণ রেখো তোমার সন্তান ঐ ঠিকানায় পৌঁছাবে।
যদি কখনোও খবর পাস আমার মরণের পরে,
কষ্ট হলেও মাথা নুইয়ে ঢুকিস আমার ছোট্ট ঘরে।