একই মায়ের দুগ্ধ করেছি মোরা পান,
আমরা যেন এক দেহ এক প্রাণ।
আমরা মিলেমিশে গাইতাম কত গান,
এক সাথে মিথ্যে ঘুমের করতাম কত ভান।

বাবা আমায় আদর করে ডাক তো খোকা,
ছোট্ট বোনটি আমায় বলতো তুই বড় বোকা।
মিলেমিশে আমরা যেতাম গাঁয়ের পাঠশালায়,
বাড়ি ফিরে গল্প করতাম বসে নিরালায়।


প্রেম প্রীতি ভালোবাসা ছিল আমাদের মনে,
খুব বেশি ভেদাভেদ নেই ভাই বোনের প্রাণে।
ভাই বোন একে অন্যের কতই না আপন,
মিলেমিশে পরস্পরকে করে কত যতন।


শৈশবে এক সাথে ভাই বোন করেছি খেলা,
আজ কেন মনের মাঝে ঘৃণা আর অবহেলা?
আসবে যখন তোমার ঘরে নতুন অতিথি,
বোনকে ছেড়ে খুঁজবে তুমি অন্য পৃথিবী।


ভাই বোন করতাম কত মান অভিমান,
আজ কেন তোমার শুধুই পিছুটান?
ভাই বড় ধন অতি আপন জন,
কোন দিন ছিন্ন হবে না আমাদের বাঁধন।