ঘূর্ণিঝড় মোখা আমাদের দিকে আসছে তেড়ে,
মানুষেরা দিয়েছে যে ঘর বাড়ি ছেড়ে।
হালকা হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,
সবার মনে হয়েছে আজ আতঙ্কের সৃষ্টি।


নিয়ম কানুন মেনে যেতে হবে আশ্রয় কেন্দ্রে,
ঘরের পোষা পশু-পক্ষী ও সকলকে নিয়ে সঙ্গে।
শুকনো খাবার,পানি ও বিদ্যুতের নেই সুব্যবস্থা,
বিপদ থেকে করবে রক্ষা,রবের উপর রাখি আস্তা।


ঘূর্ণিঝড় মোখা আমাদের জন্য একরোখা,
আমরা কি পাবো না কোন দিন সুখের দেখা।
আল্লাহ তুমি দয়ার সাগর,তুমি মোদের আশা  
তুমি চাইলে রক্ষা পাবে জানমাল আর বাসা।


তুমি দয়া করো,মায়া করো হে রহিম,রহমান
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছ মোদের প্রাণ।
তুমি প্রভু চাইলে থামবে ঘূর্ণিঝড়ের গতি,
তোমার দয়া না পেলে যে হবে অনেক ক্ষতি।