মোবাইল ফোন কিনার জন্য ধরেছে বায়না,
বাবা মা তো কখনো কিনে দিতে চায় না।
মোবাইলের জন্য দিচ্ছে পড়া লেখায় ফাঁকি,
তারা বলে,সারাক্ষণ টিকটকের ছবি আঁকি।


এ যুগের ছেলে মেয়েরা ইচ্ছে মত ঘুরে ফিরে,
পাড়ায় পাড়ায় গিয়ে তারা টিকটক করে।
সেকালের মুরুব্বীরা তাই দেখে ভয়ে মরে,
বাহ! শুরু হয়েছে কোন জামানা-রে।


টিকটক হলো ছোট একটি ভিডিও প্লাটফর্ম,
ইহা করতে গিয়ে তাদের নেই কোন শরম।
টিকটক ব্যবহারের নিয়ম অনেক সোজা,
তুমি টিকটক করলে পাবে অনেক মজা।


টিকটক করতে গিয়ে পকেট করছে খালি,
তাই দেখে আবার অনেকই দেয় হাত তালি।
এসব সন্তানের জন্য পিতা মা হয় বেইজ্জতি,
তাদের কারণে অনেকই জীবন করেছে ইতি।


টিকটক করতে গিয়ে দিয়েছে কত জীবন,
এখন শুধু অগোচরে কাঁদে তাদের স্বজন।
টিকটক লাভের চেয়ে করছে বেশি ক্ষতি,
তার সাথে যে নষ্ট করছে চোখের জ্যোতি।