নারী কখনো মা,কখনো বোন আবার হয় স্ত্রী
ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার একমাত্র মৈত্রী ।
নারী ছাড়া দুনিয়া অচল খোদার অপূর্ব সৃষ্টি,
নারীর প্রতি সবাই পাগল অপলক দৃষ্টি।


আজ নারীরা অফিস আদালতে করছে কাজ,
অবাক চোখে তাকিয়ে থাকে পুরুষ সমাজ।
নারীর ঐ মিষ্টি হাসিতে অঝোরে ঝরে মধু,
সেই হাসিতে পুরুষদের করে তারা কাবু।


তোমরাই তো মানব সন্তান গর্ভে কর ধারণ,
তোমাদের কথায় আমরা করি বার বার স্মরণ।
নারীকে আপন করে পেয়ে আমরা হয়েছি খুশি,
আজীবন মোরা সুখের সাগরে যেন ভাসি।


হে নারী,তুমি আছ বলে পৃথিবী আজও সুন্দর
তুমি যেন আমাদের কখনো কর না পর।
নারী পুরুষ আর নেই কোন ভেদাভেদ,
সবাই মিলে মিশে হয়ে যাব আজ এক।


হে নারী তুমি পর্দায় জীবন যাপন কর,
ইসলামের নিয়ম কানুনে জীবনটা গড়।
প্রতিটি পুরুষের বেহেশত তোমার ঐ পদতলে,
স্বামীকে মানিও ঠিক মত,নয়লে সব যাবে বিফলে।