দুনিয়াতে কত মানুষের আনাগোনা,
মৃত্যুর জন্য কররে ভাই শুরু দিন গুনা।
এই দুনিয়াটা লাগে বড়ই আজব ,
মানুষ অকারণে ছাড়ায় শুধু অন্যের গুজব।


মানুষ জাতি কর-রে সবাই সৎ কর্ম,
তোমাদের মাঝে আছে মানবতার ধর্ম।
দুই দিনের দুনিয়া নিয়ে কেউ কর না বড়াই,
অন্যায় বিরুদ্ধে তোমরাই করবে লড়াই।


মানব কে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য,
আল্লাহুর ইবাদত করলে জীবন হয়ে যাবে ধন্য।
কে কার ধন সম্পদ লুট করে হবে ধনী,
পরকালে আল্লাহর কাছে থাকবে তারাই ঋণী।


এই দুনিয়ায় নেই কারো আসল বাড়ি,
সবাই কে পরকালে জমাতে হবে পারি।
ছাড়তে হবে এক দিন এ জগতের মায়া,
কেন আল্লাহ আমাদের প্রতি করে এত দয়া?


ধনী যারা তৈরী করছে বিলাস বহুল বাড়ি,
কবর দেশে সাড়ে তিন হাত ছাড়া পাবে না বাড়ি।
সব ছেড়ে আল্লাহর পথে হও সবাই আগুয়ান,
জান্নাতের মেহমান হবে তুমি কুরআনে ফরমান।