এক ছিল বান্ধুবী,নাম যে তার নাহার
দিবা নিশি মনে পড়ে তুমি যে আমার।
মিলেমিশে যেতাম গাঁয়ের পাঠশালায় ,
সবাই মিলে আনন্দ করতাম সারা বেলায়।


তোমার কথা মনে হলে কেঁদে ভাসায় বুক,
তোমার মাঝে খুঁজে পায় সারা দুনিয়ার সুখ।
একই বিনতে গাঁথা দুটি সহজ সরল প্রাণ,
তুমি তো আমার এক মাত্র ভালোবাসার জান।


এখনো আমি তোমার জন্য রাত জেগে থাকি,
তোমার জন্য মেলে রাখি আমার দুটি আঁখি।
হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি,
আজও তোমাকে অন্তরের মাঝে খুঁজি আমি।


কেন ‍তুমি আমাকে ছেড়ে চলে গেছ দূরে,
তুমি ছাড়া আজও আমার অন্তর টা পুড়ে।
ভুল ভেঙ্গে গেলে আসবে তুমি আবার ফিরে,
তোমার অপেক্ষায় আজও আছি আমি দাঁড়িয়ে।


মুছে ফেলবো হৃদয়ের  জমানো যত স্মৃতি,
তুমি আমার জীবন থেকে হয়ে গেছ ইতি।
তোমার জন্য করি মন প্রাণ ভরে দোয়া,
তুমি যেন পাও অনন্তকাল জান্নাতের ছুঁয়া।