ঋতুবর্তী শীতফুল -
দুঃখ আঁকড়ে ধরে বেঁচে থাকার তীব্র ইচ্ছাও বিফলে গেছে হেমন্তের।ক্ষুধার মর্ম বুঝতে পৃথিবীতে উঁকি দিচ্ছে ফসলের ভ্রূণ।কুয়াশার চাদরে নরম আলোর বিভ্রম, আফসোস-শিশিরের বিন্দুগামী রোদ আটকা পড়েছে নিজের ছায়ায়।অরণ্য,জনারণ্যে করুণ রোদন। খসে পড়ছে ছানার পালক।ঝরে পড়ছে অপরিণত ফুল,ফল,পাতা,প্রিয় পরিজন।চারপাশে তুমুল শৈত্য প্রবাহ-পাখি ও পতঙ্গের বিলাপ।শীতবস্ত্র নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে ক্যাপিটালিস্ট অথচ ঘরে ঘরে বিদ্রোহ,কারও গায়ে জামা নেই,কোথাও কোনও শীত নেই।রাষ্ট্র ও ঋতুতে বসন্ত আসন্ন,এবং শীঘ্রই ফুটবে মুকুল।