পাড়ার মোড়ে হয়না এখন গল্প গুজব আড্ডা
মাঠ গুলো সব ফাঁকা থাকে পায়না খেলার স্বাদটা।
চাঁদনী রাতে উঠোন জুড়ে লুকোচুরির কুক
স্মৃতি মাঝে ভাসতে থাকে ওই আমাদের যুগ।
দল বেধে কেউ যায় না এখন আরবী পড়তে মক্তবে
যায়না দেখা শীতের সকালে আগুনের ওম নিতে।
শুক্র বারে মিলাদ দিয়ে দেয় না কেউ সিন্নি
হারিয়ে গেছে মজার খাবার নারিকেলের বিন্নি।
এ ঘর থেকে আসতো খাবার, আমরা দিতাম ও ঘরে
এখন কেউ করে না এসব বসে থাকে সং সেঝে।
পুকুরেতে গোসল ছিলো ডুব সাঁতারে মজা
বাথ টাব এ গোসল সেরে যায়না তা বোঝা।
হারিয়ে গেছে প্রেম প্রীতি ছোট-বড় ভেদাভেদ
সবার মাঝে ছড়িয়ে পড়ুক পুরোনো সব স্মৃতির ছেদ।