তবুও থেমে যায় পথ
হাজারো সুখের ভীড়ে
ধর্ষিতা নারী চুপি চুপি হাসে
ফিরে যায় সুখের নীড়ে।
নয় নয় ছয় যদি তা হয়
হিসেবের ভুল
পথ চেনা মাজি কখনো  সে
ভুলে যায় কূল।
আজি যে গেছে সবুজ শাখা
একদিন তার ঝরে যাবে পাতা।
নয়নে নয়ন রেখে বলে যে কথা
সেও তো পর হয় দিয়ে যায় ব্যথা।