চাওয়ার ধরনে
জীবন মরনে
মানূষ ভেদে ভিন্ন
হচ্ছে বন্ধন  ছিন্ন


জমানো নি:শ্বাস
হারায় বিশ্বাস
সস্তির আস্বাসে
জন্মে  দীর্ঘশ্বাস


পঞ্চবৃত্তের ক্ষুদ্র কর্মদলে
সমুদয় তৃপ্তিরবিফলে
হয়েও আমরা মানুষ
অল্পতেই হয়ে যাই বেহুশ


ত্রিবঞ্চের কর্ম সফলে
এসেও লক্ষ্যের সন্নিকটে
পিছু হটে যাই চলে
আমরাও মানূষ বটে


পিছু হটে হবে দেখা
ভুল থেকে যাবে শেখা
দোষারোপ করি বেশ
দোষের নেইকো শেষ!


নেই ভয় নেই সংসয়ে
যদি ও  স্বীয় পথে একা
অপেক্ষার সেই  তন্ময়ে
কথা হবে যদি হয় দেখা


দুখের অনলে সর্বনাশ
যার ভিতরেই  বসবাস  
যতই  দেখাই স্বস্তির  নিস্বাস
আসলেই এটাই দীর্ঘশ্বাস