তুই তুই আর তুই!
কেন রে?
সবেতে তোর এত কি?
আমি নাকি ভীষণ অবুঝ
তবে যা না ছেড়ে মনটাকে!
মিথ্যে আশায় এমন করে
বাঁধিস নে আর বুকটাকে।
যখন আমার ভীষণ মনটা কাঁদে
তোর কি তখন মন হাসে?
আমার মত তোরও কি
'তুই' জোয়ারে মন ভাসে।
এসব কথা খুব নাটুকে
ছোঁয়না তোর ওই মনটাকে,
এমন করেই মিথ্যে আশা
ধেয়ে বেড়ায় সুখটাকে।
হবে কি শেষ তোকে ছাড়া
তুই তুকারির কাব্য টা!
সত্যি বোধহয় হবে না আর
ভালো থাকার ভাবনাটা।