তোমার বিরহে এত পুড়েছি যে গহীন অন্ধকারের ভয় আমাকে স্পর্শ করেনি , জোনাকিরা পর্যন্ত আমার বিরহে কোনো গান গায়নি তারা নিস্তব্ধ থেকেছে আর আমার বিরহের প্রত্যেকটা যন্ত্রণা অনুভব করেছে।


তোমার বিরহে সামলাতে না পেরে যখন আমি যখন দিশেহারা হয়ে পড়েছিলাম তখন বৃষ্টি আমার সঙ্গ দিল ,আর আমার দুঃখে‌ দুঃখী হয়ে কান্না হয়ে ঝড়ে পড়ল পৃথিবীর বুকে।


তোমার বিরহকে এতটাই নিজের করেছি যে সূর্য অস্তের অপরূপ সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছি,বেলা শেষে শুভ্র আকাশের কালো বলাকার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি।


তোমার বিরহকে এতটাই নিজেকে বিরহিনী করেছি যে ঊষা কালের পাখির কাকুলী আর ঘাসের উপর এক ফোঁটা শিশিরের ও সংস্পর্শে আসিনি কতকাল।


তোমার বিরহে এতই মেতেছি যে আজ আমার কলমও কথা বলে না ,খাতাও চাই আমি কোনো কবিতা না লিখি।তাই আমি এখন ভাবছি বিরহ কেন এত বেদনা দায়ক।আর বিরহ যদি এত বেদনা দায়ক হয় তবে ভালোবাসা এত সুমধুর কেন?