ওই দেখো মানুষের গর্জন
যেন না হয় তোমার ছন্দপতন।

লিখে যাও তুমি অবিরত
দেখবে পাখিরাও করবে কলরিত।

খাতাকে কর বন্ধু
পেন এসে লিখে দেবে এক সিন্ধু ।

থামাবে না কখনও নিজের লেখা
এ কখনও দেবে না তোমায় ধোঁকা ।

ভালোবেসে লিখে যাও নিয়মিত
হবেই হবে কোনো দিন প্রকাশিত ।