মানুষ কত সমস্যায় পড়ে
তবুও হয় না বিনষ্ট,
আবার নিজেকে গড়ে তুলে
হয় যে বলিষ্ঠ ।


মানুষ কখনও হারে না
যদি মনে থাকে জেদ,
ওই সমস্যার সমাধান
তাকে করতেই হবে ভেদ।


মানুষ কত ভাঙ্গে
তবুও মনে থাকে না কোনো খেদ,
আবার উঠে দাঁড়িয়ে
ভুল গুলো কে করে সংশেদ।


মানুষ কত খারাপ পরিস্থিতিতে পরে
পায়ের নীচেতে থাকে না কোনো মাটি,
তখনও ভাঙ্গে না তাদের মন
তারা হয়ে উঠে একমাত্র লাকি।