মায়ের রূপের হয় না তুলনা
মা যে আমাদের সাথে করে না ছলনা।


মা রা যদি সাজে
নতুন কাপরের ভাজে।


হাতে পড়ে যদি পলার সাথে শাঁখা
মা দের দেখতে লাগে ঝাকানাকা।


পায়ে পড়ে যদি আলতা সাথে থাকে নূপুর
দেখে মনে হয় আসছে আমাদের দূর্গা ঠাকুর।


মাথায় পড়ে সিন্দুর আর কপালে টিপ
মনে হয় মা রা যেন এক সোনার প্রদীপ।।