মধ্যবিত্তের অনেক কষ্ট
অল্প বয়সে হয় জীবন নষ্ট,
জীবনে আসে অনেক ঝড়
জীবনটা হয়ে যায় কেমন নড়বড়।


ভাঙ্গা ফোনে মধ্যবিত্ত
তাও হয় না একটুও ক্ষিপ্ত,
মেনে বুঝে চলতে হয়
তবুও জীবন কে করে না ক্ষয়।


পড়ে থাকে ঘরের কোণে
মানুষের আবল-তাবল কথা শুনে,
উঠতে চাইলেও উঠতে দেয় না
অবহেলা করে, আর করে ছলনা।


মানুষ বোঝে না আমাদের ব্যাথা
সবসময় শোনায় কূট কথা।
আমাদের স্বপ্ন হয় না পূরণ
সবকিছুতেই করে বারণ।


চাইলেও আমরা পারি না কাঁদতে
এটাই শেখায় জীবনে চলতে,
শখ গুলোকে দিয় বিসর্জন
মানুষ বলে এটাই নাকি তোর জীবন।


সময়ের সাথে চলতে হয়
হব না তাহলে পরাজয়,
স্বপ্ন যাক নষ্ট হয়ে
একমুখ হাসি উড়িয়ে দিয়ে।