ঘুম কেড়ে নেয়া প্রেমিক?
সেতো কড়িতেও কিনতে পাওয়া যায়.....
সেজন হতে পারবে গো?
যে চোখের পাতায় ঘুমের চাদর বিছিয়ে বলে,
"ভয় নেই, আমি আছি।"


কত সাহারা আর কারবালা
বুকের মাঝে তান্ডব চালিয়ে গেলো,
কত সাইমুম এসে শেষ শিশিরের বুকে
তপ্তরশ্মি চালিয়ে জানিয়ে দিল জল আমার নয়!
কত ভিসুভিয়াসের হুঙ্কারে আমি
ছাই হয়ে উড়ে গেছি।
ভুলে গেছি জল কুমুদী,
ইতি-উতি করে ঘুরেছি পেঙ্গুইনের ঝাঁকে
তিয়াসের টানে.......
দেখি সাগরও শুকিয়ে গেছে!
পারবে এবেলা ভরা শাওন হতে?


মুগ্ধতায় ডুবিয়ে দেয়া প্রেমিক,
সেতো বাঁকা হাসিতেও পাওয়া যায়!
পারবে আমার সেজন হতে,
যে শেখাবে আয়নার চেয়ে বড় বন্ধু নেই.....


কত মাঘ-শীতে
আমি বরফ গিলেছি রোদের অপেক্ষায়।
কত কালবৈশাখী ঝড়ে বাবুইয়ের ঘরে নেমন্তন্ন খেয়েছি,
কত সূর্য-গলা সাঁঝে
ঝিনুক কুড়াতে গিয়ে
আমি দৃষ্টি খুইয়ে এসেছি।
অন্ধকারও ভয় পেয়েছে আমার আঁধার দেখে!
পারবে সুবহে সাদিক হতে?


যদি না পারো,
আর কক্ষনো এসো না এ পথে।
ডেকোনা অই বাঁকা বাঁশির সুরে,
পেলব চামড়ার নিচে যে ঠকঠকে কংকাল বসত করে,
তা আমি চিনি।


ঘুম কেড়ে নেয়া প্রেমিক,
সে তো চাইলেই পাওয়া যায়।
স্বস্তির ঘুম হতে না পারলে বোলো না ভুলেও,
"ভয় নেই, আমি আছি।"