তুমি তো অনেক আগেই,
পৈত্রিক জমির মতো
ভাগ বাটোয়ারা হয়ে গেছো।
তোমার বুকের উপর কত শত আইল!
ঠিক যেন এক একটা চীনের প্রাচীর!!
দয়া হয়, করুণা মিশ্রিত ভালোবাসার ও
উদ্রেক হয়।
খন্ডিত, বন্টিত, লুন্ঠিত সেই তুমিও প্রেম চাও?
হাস্যকর না?
ভিখিরির থালায় লোকে পয়সা ছোঁড়ে,
হৃদয় নয়।
ভালোবাসার রাজ্যে তুমি কতটা কাঙাল,
ভেবে দেখেছ কি?
জোনাকির ডানা আজ আছে,
কাল হয়ে যাবে "নেই".....
থেকে যাবে রাত ,
শকুনি শরীর, খুবলে খাওয়া মন।
সয়ে নিও।
তুমি তো কবেই ধানী জমির মতো,
খন্ডিত হয়ে গেছ।
আইলে ভরেছে তোমার,
তৃষ্ণা, কামনা, বাসনা কিংবা বিলাসিতা।
তবু প্রেম চাও?
এক জীবনে অত বেশি চাইতে নেই।
জোনাকিটা উড়ে যাবে রাত পোহালেই.....।