ভেবেছিলাম তুমি হবে চাঁদ,
আমি হবো অনুগামী শুকতারা।
অথবা হবো ধরিত্রীর জ্যোৎস্না-পিয়াসী চোখ
যে সন্ধ্যার পথ চেয়ে রবে
     কখন তুমি দেখা দেবে নীল নভোঃ গায়!


অথবা অমাবস্যার প্রাক্কালে
ফেলব বৃথা চোখের জল
         তোমার অবর্তমানে।


কিন্তু এসেছ তুমি ধূমকেতু হয়ে,
এসেছ এবং চলেও গেছ।
ক্ষণিকের প্রহসন করতে এসেছিলে, তাইনা?


এখন, তুমি মুক্ত।
ইচ্ছে হয় চাঁদ হও অথবা ধূমকেতু হয়ে
          প্রহসনে মেতে থাকো।
জেনে রাখো, আমি শুকতারাও হতে যাব না,
অথবা হবো না পিয়াসী চোখ।
ফেলব না চোখের জল।
অথবা প্রহসনে প্রহসিতও হবো না।


হয়ত ভাগ্য বিনিময়ে
আমি হবো আকাশের
নাম না জানা এক উজ্জ্বল তারা!
হয়ত বিধু-বিমুখী দুটো আয়ত চোখ
অপলকে দেখবে আমাকে।
অনুরোধ........
             চোখ দুটো যেন তোমার না হয়।