আমার এক চিলতে ঘর আর
ছোট্ট একটা উঠোন হোক।
আমার আলতার শিশি কেমন শুকিয়ে যাচ্ছে দ্যাখো!
নুপুর পায়ে তোমার আঙিনায় রুমঝুম করব বলে
সেই কবে থেকে দিন গুনছি!


হিমালয়, কোথায় তুমি?
চট করে চলে এসো তো!
এত অপেক্ষা আমার আর ভালো লাগেনা।
ভালো লাগেনা একা বৈশাখী চাঁদ,
তাপদাহ কিংবা হিমেল মহানিশা।
পদে পদে আমি হারাচ্ছি দিশা.....
আমায় গিলে খাচ্ছে এই
একাকিত্বের নেশা!


চলে এসো, হিমালয়।
এই তপ্ত এল নিনো ছাড়িয়ে
তুমি এসো খানিক তুহিন নিয়ে।
আমার পোড়া বুক দিয়েছে জ্বালিয়ে
করেছে আরো আরো অঙ্গার,
তোমার না আসা.....
অপেক্ষায় আর কত,
আর কত না ছুঁয়ে ভালোবাসা?