মধ্যরাতের দানবীয় খিদে গিলে খেতে চেয়েছিল
পৃথিবীর সবকটা উপন্যাস!
শুষে নিতে চেয়েছিল মহাসাগরের জল।
দুমরে-মুচড়ে চিবিয়ে খেয়ে চেয়েছিল তাজা তাজা সবগুলো মহীরুহ!
বসুধার সব ফুল মাড়িয়ে,
ফলবতী বাগিচার দফারফা করে,
প্রশান্তকে হাতের তালুতে নিয়ে চুমুকে ফুরিয়ে,
আকাশের সামিয়ানা ছিঁড়ে মুছে নিতে চেয়েছিল ক্ষ্যাপা বেপরোয়া মুখ!
অথচ যেই-না তোমাকে চিঠি লিখলাম,
আমি ভরপেট ঘুমিয়ে গেলাম
ফড়িং-ছানার মতো!