ভোকাট্টা ঘুড়ির ছেঁড়া ছেঁড়া কাগজ গুলো
জোড়া দিয়ে আমি আকাশ বানিয়েছি।
ইলশেগুড়ি ধার করে
হৃদয়ে ডেকেছি সুনামি ভীষণ।
লোকে এখন আমায় পাগল ডাকে।


কোত্থেকে এলো এক উড়াল শঙ্খচিল,
এক বুক খোলা ডাক
আর অজস্র চিঠির ভিড়ে,
হারিয়ে গেলাম বিজন প্রান্তরে।
মাঠ ঘাট দিগন্ত ছাড়িয়ে,
বিনিসুতো খুঁজে শেষমেশ
একটা সুতোর ফাঁসে জীবন নিঃশেষ.....  
লোকে এখন আমায় বাউল ডাকে।


এনেছি কালো রাত, খুঁচিয়ে চোখের মণি,
ঘুম হোক সুরমা-দানি।
কত প্রার্থনা, কত আহাজারি
প্রেমাংশুর প্রেম আশে!
কত ভালোবেসে
জোড়াতালি বিচূর্ণ জীবন,
ভ্যাপসা বিরহে দিনগুলো পায়না প্লাবন।
তবুও সুরেলা, বেলা -অবেলা-কালবেলা.......
লোকে এখন আমায় দিওয়ানা ডাকে।


শুধু তুমিই ডাকার কোন নাম পেলে না।