হঠাৎ করেই উদার আকাশ
কবর হয়ে যায়,
দম বন্ধ ভীষণ রকম
বিষাদ কালি ছায়!

তোমার হাসি লুপ্ত হলে
আমার পরাণ কাঁদে,
অই কপালে ভাঁজ পড়লে
চিন্তায় গোল বাঁধে।

এসো প্রিয় বসো পাশে
কপাল চুমে বাঁচি,
তোমার খুশির প্রার্থণায়
সকল আশীষ যাচি।

লোহার পরাণ যায় যে গলে
নদীর মতো ধায়,
যখন তোমার ক্লান্ত আনন
শীতল পরশ চায়।

বুকের জমিন দিলাম পেতে
এক বুক বিশ্বাসে,
ভেজাও দু পা শিশির জলে
সবুজ দূর্বাঘাসে।

রোদ না লাগুক তোমার গালে
বৃষ্টি আসুক ফের,
যাক মিটে যাক সব হতাশা
খারাপ লাগার জের!

হাসো তুমি চাঁদের মতো
শরত শিউলি ফুল,
ভাসো তুমি সুখের দোলে
মনু নদীর কূল।

তোমার যত চিন্তা-চিতা
শাওন লুফে নিক,
ধ্রুবতারার উজল আলো
আঁধার মুছে দিক।

রাত্রি এলে ঘুমাও তুমি
যেন বিড়াল ছানা,
মন খারাপের দুয়ার খোলা
তোমার জন্য মানা।

তুমিই আমার ভালোবাসা
আমার চিরসাথী,
তোমার তরে সকল আশীষ
সকল শুভ আরতী।