কাঁদতে ভুলে গেছি হয়তোবা অশ্রু ফুরিয়ে গেছে,
হাসতেও পারছি না হয়তো আনন্দ পালিয়েছে!
               আমি আছি বেশ,
               চিন্তার নাই লেশ।
                            আছি মৃত্যুর অপেক্ষায়।


কবিতা লিখতে ক্লান্ত আমি, হয়তো ছন্দ হারিয়েছে,
সুখের স্বপ্ন দেখিনা, হয়তো দুঃখ দুহাত বাড়িয়েছে!
             আমার মাঝেই যন্ত্র আমি,
             চলতে গিয়ে হঠাৎ থামি।
                            জানিনা চলছি কার দিক্ষায়।


শত জলরং মিশে একাকার, আসল রঙ ভুলেছে।
নড়বড়ে তুলি তবুও বিকেল, মোহময় করে তুলেছে।
            এইতো সময় বেশ কেটে গেল।
            এলোমেলো কিছু ছবি আঁকা হলো।
                             জীবন খাতার পৃষ্ঠায়!