ইতঃস্তত জেলিফিশের মতো
     আমি বিশ্লিষ্ট পড়ে আছি
          তোমার সৈকতে, দেহলিজে।
স্বচ্ছ বলে চোখে পড়েনা তোমার......


আমিটার বাঁচা কিংবা মরায়
         তোমার যায় না কিছুই
আসে শূন্য সমান কিছু।
তবু তোমার পিছু পিছু
   আমি কখনো ডলফিন,
কখনো ঢেউয়ের মালা,
কখনো ফেনিল নোনা,
কখনো হাঙরমুখে অসহায় মাছ-পোনা!


মাঝে মাঝে আমি, আমার আবেগ
রোদে জ্বলে পুড়ে নুন হয়ে যাই.....
তখন খানিক পাতে উঠি
দিনশেষে রূপকথা বনবাস ভাগ্য আমার।


এমনটা কথা ছিল না৷
তুমি ভুলে গেছো লা নিনাকে
কেটেছ ধারালো ছুড়িতে
           লাওয়ারিশ মায়া।
কখনো কখনো নুনেও প্রেম আলুনি হয়,
                    একতরফা সত্য বলে।


চেয়ে দ্যাখো, আর কিইবা হবার বাকি আছে?
কত শত অভিমানে আমি বরফের চাঁই;
ওদিকে তোমার রোদের বড্ড দাম!


আলবাট্রস হবো না,
হবো না আর কোনদিন ডলফিন,
ফেনিল ঢেউ অথবা জেলিফিশ....
দিনশেষে যদি একাই বাঁচতে হয়
    তবে কেন এত মেটামরফোসিস?