অসম্পূর্ণ উপন্যাস বুকে পুষে,
প্রত্যেকটা রাত মৃত্যুদন্ড সাজা।
এর নাম প্রেম?
এর নাম ভালোবাসা?


চামড়া ছাড়ানো গবাদিপশুর মতো
বিবস্ত্র ব্যথাতুর সকাল,
ঘুম ভাঙে পাঁজরে ভাঙন নিয়ে।
প্রতি কোষে বিষ
ক্লান্ত চোখের বাড়ি ফেরা ঘোর.....
ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক!


আমার আমিতে থেকেও আমার নও,
এক বুক তৃষ্ণায় অবলীলা বাতাসার ছায়া।
মরে যাই প্রতিদিন কাল বাঁঁচব আশায়।
এর নাম বিভীষিকা,
ভুখ মিটে গেছে এই কুহক ভালোবাসায়......