যে পায়ে কখনো কাঁটা ফোটেনি,
আমার বাড়ির ঠিকানা তার জন্য নয়।
যে খোয়ায়নি কোনদিন জীবনের সঞ্চয়
তার জন্য আমি করব না মন অপচয়।
যে মুখে নেই কোন দাগ,
তাতে নেই জ্যোৎস্না বেহাগ!
যে হৃদয় অমলিন, ভাঙেনি কোনদিন ;
তার জন্য আমার হৃদয় ঠিকানাবিহীন।
বন্ধ দুয়ারে মাথা ঠুকে যে হয়নি পাথর,
তার জন্য আমার আদর নিথর।
যে হাত পোড়েনি কোনদিন,
আমি তাকে দেবো না গোলাপ।
একাকীত্বের যন্ত্রণায় যে কাঁদেনি রাতভর
তার সাথে মেহুলের নেইকো আলাপ।