এক ফোটা রক্ত ঝরাব না কোনদিন,
কাঁদব না অহেতুক
না পাওয়ার ক্ষোভে।
জানি লিলুয়া বাতাস আসেনি কোনদিন,
মরুতৃষা তোপে।
দাবির মুঠোতে পিপাসার জল
নিরবে পালিয়ে যায়,
খুব বেশি চাইতে গেলে
শেকল শেকল লাগে আকাশ মনটায়।


মেঘনার মতো বয়ে যাবো নিরবধি,
বাঁচব বেঁচে থাকার মতো।
জানি তোমায় না পেলে
হৃদয়ের ঠিক মাঝে হবে
বিশাল এক ক্ষত৷
সয়ে যাবে........
মৃত্তিকা হয়ে গেছি প্রিয়,
এখন সবকিছু আমার প্রাণে সয়।
আসতে পারলে এসো
যদি সময় সুযোগ হয়।


না এলে বিশ্বাস করো
প্রশ্বাসে পড়বেনা বাধা।
অনুরোধে কাতর হবেনা আর অনুরাধা......
সবুজ সবুজই রবে,
আকাশ রবে নীল।
ঘড়ির কাঁটায় ধরবেনা জং
ডানা মেলে উড়বে শত গাঙচিল।
পিচঢালা রাস্তায় কোন গাড়ি থেমে যাবেনা,
আঁকিবুকি বাড়বে জীবনের কড়চায়।
হৃদয়ের ভাঙনে মস্তিষ্কের বলো কী আসে যায়?


হয়ত হঠাৎ হঠাৎ মনে হবে
পায়ের তলায় মাটি নেই,
মনে হবে মাথার উপরে সূর্য ঠিক এক হাত!
কখনোবা চোখ মেলেও দেখব না কিছু।
হয়ত জবানে কোন ধ্বনি অবশেষ রইবে না,
হয়ত কবিতারা শুধুই দীর্ঘশ্বাসের গোর খুঁড়ে যাবে।


যদি না আসো, অনেক ভালো থেকো।
মৃত্তিকার বুকে শত মৃতদেহ
নিরবে ঘুমিয়ে রয়।
আমার মৃত স্বপ্নের মাগফিরাত চেয়ো প্রিয়
যদি সময় সুযোগ হয়।