একদিন গল্পটা পালটে যাবে,
সব আঁধারের জঠর চিরে
নতুন সূর্য হেসে উঠবে।


আজ যে একাকিত্ব আমাকে চাতক বানিয়েছে,
তার সব পাখা পুড়ে যাবে।
কয়লা হয়ে যাবে প্রেম পিপাসা।
আশা নিরাশা সব গিলে খাবো
ঠিক যেন গোলাপি হাওয়াই মিঠে।


বাস্তব, অবাস্তব, পরাবাস্তব সব ছাপিয়ে
আমি হবো মহাকাল ঘড়ি।
নীহারিকার আঁচলে ঢাকব মুখ,
খুঁজে পাবেনা কেউ,
আজ যারা আমায় দেউরিতে অপেক্ষমাণ রাখে।


পাশা পালটে যায়,
গল্পগুলো নিজের মতো পৃষ্ঠা উল্টায়।
কংকালেরও গল্প থাকে,
আর আমিতো অনন্ত যৌবনা।


একদিন সব অভিমান ধোঁয়া হয়ে
ফুরিয়ে যাবে।
মেঘের মতো উড়বে আমার রূহ।
স্মৃতির ছাইয়ে পা মাড়িয়ে জন্ম নেব,
মস্ত ডানার আগুনপাখি.....
সূর্য হবে সঙ্গী আমার।


আর আগে,
না হয় একটু অবহেলা থাক
বৃষ্টিতে ঝরে যাওয়া কাঠগোলাপের মতো,
কিছু মন খারাপ থেকে যাক পিচঢালা রাস্তায়।
কিছু খেদ, অপমান, অবিশ্বাস আর করূণা
থাক না বইয়ের পাতায়
যতদিন না আগুন ডানার স্ফুলিঙ্গে
অন্তর ভিসুভিয়াস হয়.....।