হারিয়ে যাবার দিন,
থাকে যদি কোন ঋণ,
তার লাগি আছে পরপার...........
ননী তোলা ঘোলা দুধে,
পুরাতন চক্র সুদে,
গোয়ালা সুধিবে পাওনাদার!
পানিতে ফেলিয়া ছায়া,
বাতাশার সাদা কায়া,
হয়েছি মিঠার সওদাগর!
মেঘের ছানায় গড়া,
চমচম মনোহরা,
কাঁচা এক গোল্লার ঘর!
বাড়িয়াছে দেনাদায়,
কি দিয়া শোধানো যায়?
ভাবিয়া ভাবিয়া বেলা পার!
মক্ষিকাও ফিরিল ভুখা,
না পাইয়া রসের দেখা!
দেনাতে রইল সুখে দেনাদার!
পরপারে দেখা হবে  ওহে পাওনাদার,  
ননী তোলা ঘোলা দুধে সুধিয়া উধার!