আমার কাছে প্রেম কী?
এই যে তোমার কথা ভাবলেই আমার
নীল আকাশ হতে ইচ্ছে করে।
এই যে প্রত্যেক হৃদস্পন্দনে আছো,
দাপুটে রাজার মতো শাসন করছো
শরীরের প্রতিটা কোষ, প্রতিটি রক্তবিন্দু!
আমি একে প্রেম বলে জানি।


তোমাকে ভালোবাসার পর
আমি আর কোন পুরুষের অস্তিত্ব খুঁজে পাইনি।
আর কোন চোখ আমাকে ভাবায়নি।
কী ভীষণ মায়াময় অই হাসি, কথা, নিরবতা সব,
কী তীব্র নেশাতুর তোমার সাথে বেঁচে থাকার
প্রত্যেক প্রহর!


আমি হলফ করে বলতে পারি
এ মহাবিশ্বের সবচে' সুদর্শন পুরুষ তুমি,
পৃথিবীর কোথাও কোন কিচ্ছু নেই
যা তোমাকে ছাপিয়ে যায়।


যখন আমি তোমার ছবি দেখি,
তখন আসলে দেখি নায়াগ্রার প্রমত্ত স্রোত,
দেখি কাঞ্চনজঙ্ঘার উদার প্রভাত,
একটা মুক্তোছড়ানো বালুকাবেলা
আর নীল সাগরে ঝিকিমিকি চাঁদের আলো।


সাদা বরফের বুকে যেমন
মেরুভালুক লুকিয়ে যায় নিরব উষ্ণতায়,
তেমন করে,
বিশ্বাস করো ঠিক তেমন করে
আমি ঘুমিয়ে যেতে চাই তোমার বুকে।
আমায় কেউ না দেখুক, কেউ না জানুক
তুমি শুধু তুমি
এক অসীম প্রান্তর,
হতে চাই লিলুয়া বাতাস.......।


তুমি হও তরুণ অশোক
আমি হই সফেদ পবন।
সব জল, সব মেঘ, সবটুকু আকাশগঙ্গায়
থেকে যাক আমাদের বর্ণমালা।


আমার কাছে ভালোবাসা কী?
এইযে তোমায় ভাবলেই কেমন
শব্দের প্লাবণ আসে,
ঝমঝমিয়ে বৃষ্টি নামে বাড়ি ফেরা পথে,
স্বপ্নের ডানায় বলাকা ভর করে!
বেঁচে থাকার স্বাদ বেড়ে যায় সহস্র গুণ!
ভালো রাখা আর ভালো থাকার অনন্ত সমীকরণে জিতে যাই।
কি ভীষণ মিষ্টি
আবেগের গুণোত্তরে ক্যাঙারুর তিরিং বিরিং!
আবার হঠাতই শিশিরের মতো নিশ্চুপ সুখানুভূতি।


তুমি মানে প্রেম, প্রেম মানে ভালোবাসা
এর বেশি আমি কিছু জানিনা........। ❤️