চাটাই তুলে দাও না সখা
জ্যান্ত আমার বুকে।
ডজন খানেক ইঞ্চি পেরেক
কপালে দাও ঠুকে।


আড়াই পোঁচে জবাই করো
ডানপিটে মনটাকে,
পিছন ফিরে তাকিয়ো না
যদিবা প্রেম ডাকে।


কাঠ কয়লায় দাওতো ফেলে
এই কলজে বেহায়া,
কি সারাদিন প্যানপ্যানানি
প্রেম, প্রীতি আর মায়া।


শিক তাতিয়ে উপড়ে ফেলো
নির্লাজ এই চোখ,
কিসের এত চাওয়া-পাওয়া
কিসের এতো শোক?


বোতল ছিপি দাওতো এঁটে
মরুক মৌমাছিটা।
মধুর লোভে দিচ্ছে হানা
ভাঙছে বাগানটা!


আগুন জ্বালাও ডাকবাক্সে
কিসের চিঠি, ছবি?
স্বর্ণদুয়ার বন্ধ জেনেও
এ কেমন বেয়াদবি!


এক ধাক্কায় দাওতো ফেলে
গভীর লবণ জলে,
অন্ধ আশায় ছুটলে অমন
কঠিন ফলই ফলে।


তেল টগবগ আগুন লাভা
এই চেহারায় ঢালো,
আর না যেন আয়না দেখি
আর না জ্বালি আলো।


চিতায় পোড়াও, জ্যান্ত জ্বালাও
হাজার ভাবে মারো।
সয়ে যাবে সকল জ্বালা,
শুধু অবহেলাটা ছাড়ো.......