কিছু কিছু রাত থাকে নিকষ কালো,
জোনাকিরা দল বেঁধে জ্বালায় আলো।


কিছু কিছু মেঘ ওড়ে ছন্নছাড়া,
শ্রাবনে বাতাস এসে দেয় জলধারা।


কিছু শ্রান্ত বিকেল বড় ধূসর থাকে,
অস্ত আবির এসে রাঙায় তাকে।


পৃথিবীর সব তরু দেয় নাকো ফল,
কিরণে ক্লান্তি নাশে, করে সুশীতল।


কিছু কিছু কথা থাকে নিথর গোপন,
আনমনে গান হয় একান্ত আপন।


কিছু তারা ঢাকা থাকে মেঘের ওপারে,
নিরবে কাটিয়ে রাত জাগে শেষ প্রহরে।


কিছু মন ডুবে যায় হতাশার জলে,
প্রেম আসে, ভালোবাসে, বাঁচিয়ে তোলে।


এমনি ধরণী ধারা প্রকৃতির রীতি,
একে অন্যকে টানে নিয়ে প্রতীতি।



( ১৭ বছর বয়সে লেখা একটা কাঁচা হাতের কবিতা। ভাবনাটি এমন ছিল যে, "কেউই পরিপূর্ণ হয়। বরং সবাই পরিপূরক।)